সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

ফটোগ্রাফির মেঠোপথ...

আমাদের মেঠোপথ অনেকটা পথ পায়ে পায়ে পেরিয়ে এসেছে...আজ তার বয়স মাত্র সাত বছর...
ব্লগ বানিয়ে আরও মানুষের কাছে পত্রিকা খানি ছড়িয়ে দেওয়ার প্রয়াস আজ থেকে শুরু হলও... পাশে থাকবেন , লেখা দেবেন,

২টি মন্তব্য:

  1. কিছু কথা - লেখা পাঠাবেন অভ্র টে টাইপ করে নিচের ঠিকানায় । মনোনীত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে । প্রতি মাসের তিন (৩) তারিখে প্রকাশিত হবে এই ব্লগজিন...
    আর আমাদের হার্ড কপি , প্রকাশিত হয় তিন মাস অন্তর।
    লেখা পাঠাবেন । ধন্যবাদ।

    উত্তরমুছুন