সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

কবিতার মেঠোপথ

 সকালটা আজ হলুদ ফুলের,

পাতা পাখি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা পাশবালিশেও ফুল

আমার ভেতর পালিয়ে যাওয়ার রোদ বাঁশি

দেখ কলেজের গন্ধটা এখনো গায়ে

রিমঝিম

আমি উত্তম হব

তোমার হাতে ভাঙ্গা মন্দিরের উপাখ্যান

ঝুমকো লতা দুল

মেঘ করলেও ডাকে,

আমি ঠোঁটে নিয়ে যাই গুনগুন পিয়ালের

মর্মর গান ।

রোদবালক

মোরগঝুঁটি দেখে লাল টিলার ওপর

দাঁড়াই

তোমার সবুজ পাড়ের জামদানি

ভেঙ্গে দিল দুয়ার

নীল ঘর আমার


এখন আর পিছন ফিরে

দেখব না ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন