সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

কবিতার মেঠোপথ

     হাতে হাতে উঠে এলো গনগনে ধান
নিংড়ানো আলো শিশ
পেঁচা চোখ আমাকে দেখে
বিবর্তনের কিনারে দাঁড়িয়ে
কারুকার্য হাতে বোলায়
আমার ঠোঁট রগড়ে দেয়

এমন করেই ময়না,
খাঁচায় পোরা হয়ে গেলে
ফসলের মাঠে মাঠে
লৌহদানবের বৃহৎ হুংকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন