পরী
---------------
চেনা তো হলনা তারে,
যখন ওগো আগুন ছিল চোখে,
জানালায় নীল নীলিমা
ফুল ছিল বৈশাখে।
মেষ-পালকের দলে,
যে মেঘ বাউল সুরে,
একলাটি যায় উড়ে,
সে পথ গেছি ভুলে।
তার সাথে মোর হয়নি দেখা,
ভাঙ্গা খেলার ঘরের দ্বারে,
আজও ভিখিরি আমি
ফিরেছি বারে বারে।
সুদূরের এক চাঁদ চাঁদ পানে চায় !
কুসুমের কোন পথ পারে,
ভাবি, কারে জেনো খোঁজে,
দেখেছ কি তুমি তারে ?
আমিও দেখিনি সে মুখ !
সে চাঁদে কার পায়ের চিহ্ন ?
খেয়াঘাটে বাঁধা তরী মোর তবু,
দুহাত আজিকে,স্বপন শূন্য ।।
+
---------------
চেনা তো হলনা তারে,
যখন ওগো আগুন ছিল চোখে,
জানালায় নীল নীলিমা
ফুল ছিল বৈশাখে।
মেষ-পালকের দলে,
যে মেঘ বাউল সুরে,
একলাটি যায় উড়ে,
সে পথ গেছি ভুলে।
তার সাথে মোর হয়নি দেখা,
ভাঙ্গা খেলার ঘরের দ্বারে,
আজও ভিখিরি আমি
ফিরেছি বারে বারে।
সুদূরের এক চাঁদ চাঁদ পানে চায় !
কুসুমের কোন পথ পারে,
ভাবি, কারে জেনো খোঁজে,
দেখেছ কি তুমি তারে ?
আমিও দেখিনি সে মুখ !
সে চাঁদে কার পায়ের চিহ্ন ?
খেয়াঘাটে বাঁধা তরী মোর তবু,
দুহাত আজিকে,স্বপন শূন্য ।।
+
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন