শিতি
-বিষ্ণু চরণ পাল
ঠোঁটে নীল মেখে
এগিয়ে এসেছে আজ।
রক্তস্রোতে ডিঙি বেয়ে
এলো অভাবী রাত।
একটা ইঙ্গিত দিতে; ছুটে যেতাম নাহয়!
তারপর কানাকানি, রাতমিছিল নির্বিঘ্নে;
অনুশাসন চুলোয় যাক।
তবু যে নীল ছড়িয়ে থাকতো,
উঠোন জুড়ে বেনামী ছোঁয়া।
তার চেয়ে এই ভালো-
তারাগুলো দেখে যাক
নীলঠোঁট ঠোঁট নীল হওয়া।
তারপর অশরীর জুড়ে
বোবা কালো রাত আর দুঃস্বপ্ন।
এইটুকু তো বেঁচে নিতে দাও !
-বিষ্ণু চরণ পাল
ঠোঁটে নীল মেখে
এগিয়ে এসেছে আজ।
রক্তস্রোতে ডিঙি বেয়ে
এলো অভাবী রাত।
একটা ইঙ্গিত দিতে; ছুটে যেতাম নাহয়!
তারপর কানাকানি, রাতমিছিল নির্বিঘ্নে;
অনুশাসন চুলোয় যাক।
তবু যে নীল ছড়িয়ে থাকতো,
উঠোন জুড়ে বেনামী ছোঁয়া।
তার চেয়ে এই ভালো-
তারাগুলো দেখে যাক
নীলঠোঁট ঠোঁট নীল হওয়া।
তারপর অশরীর জুড়ে
বোবা কালো রাত আর দুঃস্বপ্ন।
এইটুকু তো বেঁচে নিতে দাও !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন