নেই
ঘরে তুমি নেই ।
কয়েকদিন এসেও ফিরে গেছি ।
তোমার মায়ের আঁচলে
নীল খাম ছিলোনা
টেলিফোন তার নেই জড়িয়ে রাখার মতন।
তুমি নেই...
চাঁদের দিকে চেয়ে থাকি অনেক রাত
চাঁদে তুমি নেই
তারায় তুমি নেই
গাছের পাতায় হাত রেখে দেখি
তোমার রঙ নেই ।
হাসপাতালে রুগী নেই একজনও, থানায় কলম নেই অভিযোগের খাতা শূন্য
গরাদ দাঁড়িয়ে থাকে
দাঁত বের করে
আমি কি ভুতে ভয় পাই !
শূন্যতা আমাকে ডরায় ।
মাদুলি পরিনি বুকে।
ঘড়িতে রাত দশটা কখন পেরিয়ে গেছে।
আজ পূর্ণিমা ছিলোনা
বিছানায় জুঁইফুল নেই...,
জেগে থাকলাম ।
তুমি নেই
অন্ধকার জানালার শিকে
প্রতীক্ষার চোখ ,
কাটা ঘুড়ির মতন নীরব আকাশে।
আগুন জ্বলছে চান ঘরের রাস্তায় ,
তারপর ছাই উড়িয়ে দেখেছি !
...নেই ।
আমার পার্শে জমা শব্দগুলো
জিভ রাখে চামড়ায়
আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখি ঠোঁটে
গোলাপ নেই ।
শুধু কাঁটায় রক্ত ঝরে
আঙ্গুলে আঙ্গুলে উঠে আসে
বন্যায় ভেসে যাওয়া গানগুলো ।
সারা দেহে নীল ছড়াতে থাকে দখিনের
পোড়া বাতাস
ধোঁওয়ায় তুমি নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন