শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

আজকের কবিতা

  নেই

ঘরে তুমি নেই ।
কয়েকদিন এসেও ফিরে গেছি ।
তোমার মায়ের আঁচলে
নীল খাম ছিলোনা
টেলিফোন তার নেই জড়িয়ে রাখার মতন।

তুমি নেই...
চাঁদের দিকে চেয়ে থাকি অনেক রাত
চাঁদে তুমি নেই
তারায় তুমি নেই
গাছের পাতায় হাত রেখে দেখি
তোমার রঙ নেই ।
হাসপাতালে রুগী নেই একজনও, থানায় কলম নেই অভিযোগের খাতা শূন্য
গরাদ দাঁড়িয়ে থাকে
দাঁত বের করে
আমি কি ভুতে ভয় পাই !
শূন্যতা আমাকে ডরায় ।
মাদুলি পরিনি বুকে।
ঘড়িতে রাত দশটা কখন পেরিয়ে গেছে।
আজ পূর্ণিমা ছিলোনা
বিছানায় জুঁইফুল নেই...,
জেগে থাকলাম ।
তুমি নেই
অন্ধকার জানালার শিকে
প্রতীক্ষার চোখ ,
কাটা ঘুড়ির মতন নীরব আকাশে।
আগুন জ্বলছে চান ঘরের রাস্তায় ,
তারপর ছাই উড়িয়ে দেখেছি !
   ...নেই ।

আমার পার্শে জমা শব্দগুলো
জিভ রাখে চামড়ায়
আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখি ঠোঁটে
গোলাপ নেই ।
শুধু কাঁটায় রক্ত ঝরে
আঙ্গুলে আঙ্গুলে উঠে আসে
বন্যায় ভেসে যাওয়া গানগুলো ।
সারা দেহে নীল ছড়াতে থাকে দখিনের
পোড়া বাতাস

ধোঁওয়ায় তুমি নেই

                                             

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

শিতি
  -বিষ্ণু চরণ পাল

ঠোঁটে নীল মেখে
এগিয়ে এসেছে আজ।
রক্তস্রোতে ডিঙি বেয়ে
এলো অভাবী রাত।

একটা ইঙ্গিত দিতে; ছুটে যেতাম নাহয়!
তারপর কানাকানি, রাতমিছিল নির্বিঘ্নে;
অনুশাসন চুলোয় যাক।

তবু যে নীল ছড়িয়ে থাকতো,
উঠোন জুড়ে বেনামী ছোঁয়া।
তার চেয়ে এই ভালো-
তারাগুলো দেখে যাক
নীলঠোঁট ঠোঁট নীল হওয়া।

তারপর অশরীর জুড়ে
বোবা কালো রাত আর দুঃস্বপ্ন।

এইটুকু তো বেঁচে নিতে দাও !
বাঘ
-জয়ন্ত দাস

যেখানে যেখানে আমি খুঁজেছি অমৃত
সেখানেই অমৃতে বিষ মিশে আছে । বস্তুত-
বিষের পাত্রে আমি আছি।

আমার নীল বর্ন কন্ঠে, নীল বর্ন শরীরে তবুও-
রেখেছে বাঘ -
তার হিংশ্র হাত ।

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

ক্ষেপচুরিয়ানস্: কবিতা - তৈমুর খান

ক্ষেপচুরিয়ানস্: কবিতা - তৈমুর খান: কথা না-রাখার সিলেবাস তৈমুর খান কোথায় লুকিয়েছিলি ? কেউ কথা রাখেনি নরম ফাগুন মাসে বিলিকাটা চুলে মেদুর বাতাস গেল শুধু ঢ...

ক্ষেপচুরিয়ানস্: অনুজ দৃষ্টিতে শঙ্খ-কাব্য - মিলন

ক্ষেপচুরিয়ানস্: অনুজ দৃষ্টিতে শঙ্খ-কাব্য - মিলন: অনুজ দৃষ্টিতে শ ঙ্ খ-কাব্য মিলন চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ -- এক অবিসংবাদী প্রতিবাদের নাম । যার লেখা নিয়ে বলার মত যোগ্যতাই আমার নেই । তবুও...

ক্ষেপচুরিয়ানস্: শতবর্ষে দিনেশ দাস - ফাল্গুনী মুখোপাধ্যায়

ক্ষেপচুরিয়ানস্: শতবর্ষে দিনেশ দাস - ফাল্গুনী মুখোপাধ্যায়: শতবর্ষের শ্রদ্ধাঞ্জলী দিনেশ দাস’এর কবিতা : সময়ের দলিল ফাল্গুনী মুখোপাধ্যায় ১৯২১এ ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হবার পর কাজী নজ...

ক্ষেপচুরিয়ানস্: কবিতা - পুণ্যশ্লোক দাশগুপ্ত

ক্ষেপচুরিয়ানস্: কবিতা - পুণ্যশ্লোক দাশগুপ্ত: অলীক-মাধুরী - ১৪ পুণ্যশ্লোক দাশগুপ্ত ভাসিয়ে দিলাম বিচ্ছুরণের রামধনু রঙ পরের অধীন এত প্রেম কেন চুপিসাড়ে আসে পরের গোধুলি তওবা তওবা ...